আওয়ামী লীগ নেতা মোঃ মোফাজ্জেল হক এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:34 AM, 21 April 2023

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়নের হাকিমপুর ফোটানি বাজারে ২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কুষ্টিয়া-১ আসনের নৌকার মনোয়ন প্রত্যাশী মোঃ মোফাজ্জেল হক।

ঈদ বস্ত্র বিতরণকালে মোঃ মোফাজ্জেল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করছি, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। দৌলতপুর মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ্। আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখবেন চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে দৌলতপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

আপনার মতামত লিখুন :