কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  04:30 PM, 27 February 2025

আব্দুস সবুর।। দৌলতপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ ঘটিকার সময় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি জেষ্ঠ্য প্রভাষক(পদার্থ বিজ্ঞান) গোলাম রহমান খাজা।বিশেষ অতিথি ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের,আজিজুল হক (বিএসসি),তৌহিদ সারোয়ার দোলা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম।অভিভাবক সমাবেশে সভাপতি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন।এছাড়া সন্তানরা কোথায় যায়, কি করে সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।তিনি আরও বলেন,আমরা সবসময় চেষ্টা করি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে,যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বড় হতে পারে।মাদক,সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান।তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা,আকর্ষণীয় শ্রেণী কার্যক্রম,মাল্টিমিডিয়া ফেসিলিটিজ,শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা,উন্নত নৈতিক চরিত্র ও সার্বিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অভিভাবক সমাবেশ অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মহিষকুন্ডি কলেজের
জেষ্ঠ্য প্রভাষক(পদার্থ বিজ্ঞান)গোলাম রহমান খাজা।
এসময় আরো উপস্থিত ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ফিলিপনগরের স্থানীয় সু-সু-শীল সমাজের ব্যাক্তিবর্গগন সহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত লিখুন :