newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  04:12 PM, 04 July 2023

রাহেনুল হক:

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংস্থা “ভয়েস অফ গাছেরদিয়াড় ” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩,সিজন-১ এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া দৌলতপুরের ভয়েস অফ গাছেরদিয়াড় এর সদস্যবৃন্দ।মানুষের মৌলিক চাহিদাগুলো, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।বৃক্ষরোপণ অভিযান-২০২৩, সিজন-১ এর ফলজ (পিয়ারা) ও বকুল বৃক্ষের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য। এই বর্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণ ও প্রকৃতির কথা ভেবে ১০০ (এক শত)পিয়ারা গাছরোপণের মহৎপ্রাণ উদ্যোগ নিয়েছেন ভয়েস অফ গাছেরদিয়াড় এর সদস্যবৃন্দ ৷’ উদ্যোগটির সফলতায় কাজ করছে উপজেলার অন্যতম সামাজিক উন্নয়ন সংস্থা ভয়েস অফ গাছেরদিয়াড়। এরই ধারাবাহিকতায় ৪ জুলাই সকাল ৯ ঘটিকার সময় বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন গাছেরদিয়াড় এক নম্বর ওয়ার্ড এর মেম্বার মিলন হোসেন ,

সাবেক মেম্বার আরব আলী ও ভয়েস অফ গাছের দিয়াড় এর সদস্যবৃন্দ “আমরা চাইলেই দৌলতপুরকে সিটি ইন দ্যা গার্ডেনে রুপদান করতে পারি”৷ আমরা উপজেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করা হবে৷পুরো বর্ষা জুড়ে চলবে ভয়েস অফ গাছের দিয়াড় বৃক্ষরোপণ।

আপনার মতামত লিখুন :