দৌলতপুরে পদ্মারচর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:29 PM, 02 May 2023

নিজস্ব প্রতিবেদক :

কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা নদীর চর থেকে মারুফ হোসেন (৩৪) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নস্থ বৈরাগীরচর ঘাটের নীচে পদ্মা নদী থেকে ওই যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামের হাজী আসালত মন্ডলের ছেলে। গত ২৪ এপ্রিল থেকে মারুফ নিখোঁজ ছিল।নিখোঁজের পর দৌলতপুর থানাতে নিহতের পরিবার হতে লিখিত অভিযোগ করেছিলো জানায় তার পরিবার।মঙ্গলবার বিকেলে পদ্মার বালুচরে খেলতে গিয়ে স্থানীয় শিশুরা ওই যুবকের পুতে রাখা হাত ও মাথার অংশ দেখতে পেয়ে এলাকাবাসীকে

জানায়। পরে দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের গলিত

লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন পোশাক ও মাথা দেখে নিশ্চিত হয় সে মারুফ হোসেনের। মারুফ হোসেনকে অপহরন করে হত্যা শেষে পদ্মার বালুচরে পুঁতে রাখা হয়েছে বলে পরিবারের দাবী। পুলিশ নিহত যুবকের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করেছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মজিবুর রহমান জানান, পদ্মারচর থেকে মারুফ হোসেন নামে এক যুবকের গলিত মৃত দেহ উদ্ধার হয়েছে। সে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন- ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :