মাদককারবারির নতুন কৌশল অবলম্বন,কুরিয়ার পার্সেল মাধ্যমে গাঁজা উদ্ধার,আটক-১
আব্দুস সবুর ঢাকাঃরাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা টীম,গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার নাটোর সদর উপজেলার হরিসপুর বাইপাস হতে নাটোর স্টেশন বাজার গামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কানাইখালী এলাকা নামক স্থান থেকে জননী এক্সপ্রেস পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর ক্যাশ কাউন্টারের সামনে একটি প্লাষ্টিক বস্তার ভিতর রক্ষিত একটি পোটলায় পলিথিনে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি গাঁজা সহ সুমন প্রামানিককে গ্রেফতার করেন অভিযানিকদল।২৪/১২/২০২৩ ইং তারিখ রবিবার দুপুর ০৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে কুরিয়ার সার্ভিসে বুকিং এর মাধ্যমে এক মাদক কারবারি মাদক রিসিভ করবে।সে তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকার কুরিয়ার সার্ভিসের আশেপাশে অবস্থান করে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযানিক দল।পরে প্রাপ্ত তথ্য মোতাবেক কুরিয়ার সার্ভিসে রিসিভ করতে আসা মাদক কারবারি কুরিয়ার সার্ভিসে ডেলিভারির জন্য রিসিভ তথ্য প্রদান করে,রিসিভের পরপরই ডিএনসি গোয়েন্দা টীম হাতেনাতে মাদকের বস্তাসহ গ্রেফতার করে সফল অভিযান করে।গ্রেফতারকৃত ব্যাক্তি পাবনা জেলার,পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দিয়াড় রাজাপুর গ্রামের মো:আব্দুল্লা প্রামানিকের ছেলে সুমন প্রামানিক(২০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,অভিযান করেন উপ-পরিদর্শক মোঃমোসাদ্দেক হোসেন,এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম নং- আকন্দ,এএসআই মোঃ বায়েজিদ হোসেন, এএসআই মোঃ শাহজাহান আলী এবং সিপাই রাসেল ইসলামের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় ভাড়া গাড়ী যোগে নাটোর জেলার নাটোর সদর থানাধীন হরিসপুর বাইপাস হতে নাটোর স্টেশন বাজার গামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কানাইখালী এলাকাস্থ জননী এক্সপ্রেস পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস নাটোর এর ক্যাশ কাউন্টারের পাশ থেকে সফল অভিযান করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে নাটোর জেলার সদর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯(ক),ধারাতে মামলা রুজু করেন।মামলা নাম্বার-৪২,তারিখ ২৪/১২/২০২৩।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।