সিরাজগঞ্জ জেলার তাড়াশ থেকে ১০কেজি ৫ শ গ্রাম গাজাঁ উদ্ধার,আটক-১

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  03:12 PM, 17 November 2023

আব্দুস সবুর ঢাকা: সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা এলাকা হতে গাজাঁসহ এক মহিলা মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিকদল।১৭/১১/২০২৩ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয়ে গোয়েন্দা টীম জানতে পারে,সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়িয়া গ্রামের হাড়িয়া হাই স্কুল মোড় নামক স্থানে মান্নাননগর হতে চাটমোহর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রাস্তার উপরে চাটমোহর গামী যাত্রীবাহী নম্বর বিহীন সবুজ সিএনজির মধ্য আসামীর পায়ের নিচে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগ আছে,সেখানে তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত ব্যাক্তি মোছাঃআফরোজা খাতুন(৪০)গ্রেফতার,স্বামী মোঃ সুলতান,পিতা মোঃআক্তার আলী,মাতা-মোছাঃবেলি খাতুন,সাং-তজেন্দ্রপুর মসজিদের পার্শ্বে,ডাকঘরঃ টেবুনিয়া,থানাঃপাবনা সদর,জেলাঃপাবনা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক,মোঃবায়েজিদ হোসেন,সহকারী উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম না আকন্দ,সিপাই জনাব মোঃ গোলজার রহমান,সিপাই জনাব হাবিবা খাতুন, এবং গাড়ী চালক মোঃমনসুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়িয়া গ্রামের হামকুড়িয়া হাই স্কুল মোড়স্থ নামক স্থানে সফল অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণির ক্রমিক নং ১৯(গ)ধারাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :