সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে-র‍্যাবের মিডিয়া উইং হেডকোয়ার্টার 

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  03:57 PM, 16 June 2023

আব্দুস সবুর ঢাকা :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় একাত্তর টিভি ও বাংলা নিউজ প্রতিনিধি,সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে।শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।তিনি বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়া-তদন্ত করছে। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার মিডিয়া উইং ঢাকা নিউজলাইন কে বলেন- প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।

আপনার মতামত লিখুন :