কুষ্টিয়া কুমারখালীর সন্তান বুটেক্সের সাবেক মেধাবী শিক্ষার্থী হিমু সন্ত্রাসী হামলায় নিহত
- আব্দুস সবুর ঢাকা :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এর সাবেক শিক্ষার্থী (৪২ তম ব্যাচের) আসিফ করিম হিমু সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) গাজীপুরের হোতা পাড়ার স্থানীয় সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন তিনি।নিহত হিমুর পরিবার ঢাকা নিউজলাইন কে জানায়, স্থানীয় ব্রডব্যান্ড প্রোভাইডারের সাথে আগের দিন কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে তার অফিস রেনেসা এ্যাপারেলসে যাওয়ার সময় কয়েক জন স্থানীয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে।সন্ত্রাসীরা তাকে বাঁশ ও রড দ্বারা উপর্যুপরি আঘাত করে। এতে মাথার খুলি ভেঙ্গে মাথায় ব্রেন হেমারেজ হয়। পরে রাতে ঢাকা মেডিকেল নেয়া হয়। মাথায় অপারেশন শেষে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রিন মেডিকেলের আইসিইউ তে রাখা হয়। প্রায় পাঁচ দিন যাবৎ চিকিৎসা চললেও ব্রেনে ব্লাড লিকেজ বন্ধ করা যায় নি। পরবর্তী শুক্রবার (৩০ জুন) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এদিকে হিমুর মৃত্যুতে শোকাবহ অবস্থা বিরাজ করছে পুরো বুটেক্স
জুড়ে। তার মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্সে) এর বর্তমান শিক্ষার্থীরা। সবাই জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।