সকল দপ্তরের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলার উন্নয়ন কার্যক্রম-ডিসি সাইদুল ইসলাম
আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন কাজে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। উন্নয়ন কাজে কোন গাফিলতিও মেনে নেওয়া হবে না। জেলা প্রশাসক আরও বলেন, সকল দপ্তরের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে জেলার উন্নয়ন কার্যক্রম। আন্তঃদপ্তরের মধ্যে সমন্বয় ও সমঝোতার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। বক্তব্য রাখেন ডিডিএলজি আরিফ উজ জামান, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান, সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। সভায় জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয়।