রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ফিলিপনগরের কৃতি সন্তান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম


আব্দুস সবুর ঢাকা :
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম। জনস্বার্থে- গত মঙ্গলবার- ০৬/০৬/২০২৩ ইং তারিখে- মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে
উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠি ইস্যুর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডে এই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর মো. কামরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, সচিব হুমায়ূন কবীর, উপ-পরিচালক হিসাব ও নিরীক্ষা বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মাহাবুব আলী এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তুরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,অধ্যাপক কামরুল ইসলাম কুষ্টিয়া জেলা-দৌলতপুর উপজেলার-ফিলিপনগর ইউনিয়নের-পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া-পাড়া গ্রামে ১৯৬৪ সালের পহেলা নভেম্বর জন্ম গ্রহন করেন। নব্বই দশকের এই নিভৃতচারী কবি সাম্প্রতিক বাংলা কবিতায় একটি স্বতন্ত্র পথের সন্ধান শুরু করেন। কবিতা ছাড়াও দেশি-বিদেশি সাহিত্য নিয়ে লেখা তার মননশীল প্রবন্ধ ও অনুবাদগুলোও ইতোমধ্যে পাঠক- প্রিয়তা পেয়েছে। রবীন্দ্র-গবেষণা তার অন্যতম প্রিয় অনুষঙ্গ। সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন।পরে রাজশাহী কলেজেয়ো অধ্যাপনা করেছেন দীর্ঘসময়।অধ্যাপক কামরুল ইসলামের প্রকাশিত কাব্য-দ্বিধান্বিত সুখে আছি যমজ পিরিতে (১৯৯৯), ঘাসবেলাকার কথা (২০০১), যৌথ খামারের গালগল্প (২০০৬), সেইসব ঝড়ের মন্দিরা (২০০৮), চারদিকে শব্দের লীলা (২০১০), অবগাহনের নতুন কৌশল (২০১১), মন্ত্রপড়া সুতোর দিকে হাওয়া (২০১৪), দীর্ঘশ্বাসের সারগাম (২০১৬), বিহঙ্গখচিত লণ্ঠন (২০১৭),প্রবন্ধগ্রন্থ কবিতার বিনির্মাণ ও অন্যান্য (২০০৯), রবীন্দ্রনাথ: বিচিত্রের দূত (২০১৩), কবিতার স্বদেশ ও বিশ্ব (২০১৫), কবি ও কবিতা: কবিতার আলো ও আঁধার (২০১৮) সহ আরো অনেক।দৌলতপুর ফিলিপনগর তথা কুষ্টিয়া জেলার কৃতি সন্তান অধ্যাপক কামরুল ইসলাম একজন সাদা মনের মানুষ।