রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা টীম কর্তৃক পাবনা আতাইকুলা হতে ১৩০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার-১
আব্দুস সবুর ঢাকাঃ ০৭/১১/২০২৩ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার অভিযানিকদল পাবনা জেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়ীয়া কড়ইতলা মোড়স্থ মোঃরজব আলীর বাড়ীর উত্তর পার্শ্বে কাশিনাথপুর হতে পাবনা গামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপরে ওমর পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১৪-৫৬২৭ বাস তল্লাশী করে গাড়ীর ভিতরে মাঝখানে বাম পার্শ্বের একা সিটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশী করে আসামীর পরিহিত জিন্সপ্যান্টের সামনের ডান পকেটে রক্ষিত একটি পলিথিনে কালো টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য তেরশত পিচ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করে।গ্রেফতারকৃত আসামী আল নাঈম সরদার(২০) (গ্রেফতার),পিতা-ফয়সাল সরদার,মাতা-বুলু বেগম, সাং-হেতালবুনিয়া,৯নং ওয়ার্ড আতাহার সরদার বাড়ী, ইউপি কাঠালিয়া, থানা- কাঠালিয়া,জেলা- ঝালকাঠী । বর্তমান ঠিকানা বাসা নাম্বার ২১/৩/এ(রফিকুল জামান এর বাড়ীর ভাড়াটিয়া) রায়েরবাগ বাজার রোড়,থানা-কদমতলী,জেলা- ঢাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবির,এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ,এএসআই মোঃশাহজাহান আলী,সিপাই মোঃ গোলজার রহমান এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় ভাড়া গাড়ী যোগে সফল অভিযান সম্পন্ন করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণির ক্রমিক নং ১০(ক)ধারাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।