রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক রাজশাহী পুঠিয়া থেকে ৬৫ কেজি গাজাঁ উদ্ধার,আটক-১


জালাল হাওলাদার ঢাকা নিউজ: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাট বাজারস্থ নাটোর হতে রাজশাহী গামী মহাসড়কের দক্ষিণ পার্থে পাকা রাস্তার উপরে খন্দকার টেলিকম নামক দোকানের সামনে ভেজা মজা সুপারি ভর্তি একটি টাটামিনি পিকআপ যার রেজিঃনাং-ঢাকা মেট্রো-ন-১৬-৭০৪৩,চেসিস নং-Mat445224D2RO5251,তল্লাশী করে পয়ত্রিশ বস্তা ভেজা মজা সুপারির নিচে চারটি বস্তায় রক্ষিত,অবৈধ মাদকদ্রব্য গাঁজা,সহ এক মাদককারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিকদল।১৩/০১/২০২৪ ইং তারিখ শনিবার রাত ৪:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে পুঠিয়া উপজেলার শিবপুর হাট বাজারস্থ নাটোর হতে রাজশাহী গামী মহাসড়ক দিয়ে মাদক চোরাকারবারিরা অবৈধ ভারতীয় মাদক পাচার হবে,তথ্য অনুযায়ী উল্লেখিত ভেজা মজা সুপারি ভর্তি একটি টাটামিনি পিকআপ তল্লাশী চালিয়ে ৩৫ বস্তা সুপারির আড়ালে টাটা মিনি পিকআপ এর বডির মালামাল বহন স্থানের মধ্যে থেকে ৬৫কেজি গাঁজা উদ্ধার করে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিকদল।গ্রেফতারকৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার কচাকাটিং থানাধীন,টেপারকুটি মোল্লাপাড়া গ্রামের মাহাআলমের ছেলে মোস্তাক-২৭।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করার অপরাধে রাজশাহী পুঠিয়া থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯(গ),৩৮ ধারাতে মামলা রুজু হয়েছে।মামলা নাম্বার-১০,তারিখ ১৩/০১/২০২৪।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,সঙ্গীয় স্টাফ সর্ব উপ-পরিদর্শক রাসেল ইসলাম এবং গাড়ি চালক মোঃমুনসুর রহমান এর সমন্বয়ে একটি বেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের নিয়ন্ত্রন সহযোগীতায় সরকারি গাড়ী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর হাট বাজারস্থ নাটোর হতে রাজশাহী গামী মহাসড়কের দক্ষিণ পার্শে পাকা রাস্তার উপরে খন্দকার টেলিকম নামক দোকানের সামনে ভেজা মজা ৩৫ বস্তা সুপারির আড়ালে টাটা মিনি পিকআপ এর বডির মালামাল বহন স্থানের মধ্যে থেকে ৬৫কেজি গাঁজা সহ অভিযান সফল করেন।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।