রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক নাটোর জেলার সিংড়া বাসস্ট্যান্ড থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার,আটক-২

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:23 PM, 16 December 2023

আব্দুস সবুর ঢাকা: নাটোর জেলার সিংড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রীজের নিচ হতে গাজাঁসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিকদল।১৬/১২/২০২৩ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয়ে গোয়েন্দা টীম জানতে পারে,নাটোর জেলার সিংড়া থানাধীন বাসস্ট্যান্ড,বগুড়া হতে নাটোরগামী রাস্তা ও ওভারব্রিজের দক্ষিণ পাশে কালুর দোকানের সামনে একটি কার্গো ট্রাকের ভিতরে গাঁজা চোরাচালান হচ্ছে,উক্ত তথ্যের ভিত্তিতেই কার্গো গাড়ী তল্লাশি করে ড্রাইভারের সিটের পিছনে কেবিনে রক্ষিত অবস্থায় সাতটি পলিথিনে মোড়ানো পোটলা থেকে পাঁচ কেজি করে সর্বমোট পঁয়ত্রিশ কেজিগাঁজা উদ্ধার করে অভিযানিক দল।গ্রেফতারকৃত ব্যাক্তিরা যশোর জেলার অভয়নগর উপজেলার চেংগুটিয়া ভাঙ্গাগেইট এলাকার নজরুল বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম-২৫(গাড়ী চালক) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার উত্তর কুটি চন্দ্রখানা এলাকার মৃত নুর জামাল-৫২।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক,মোঃবায়েজিদ হোসেন,সহকারী উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ,সহ উপ-পরিদর্শক বায়েজীদ হোসেন-শাহজাহান আলী,সিপাই জনাব মোঃ গোলজার রহমান,সিপাই মাবিয়া খাতুন-রাসেল ইসলাম এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক নাটোর জেলার সিংড়া থানাধীন ফুটওভার ব্রীজের নিচে সফল অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণির ক্রমিক নং ১৯(গ),৩৮ ও ৪২ ধারাতে নিয়মিত মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :