রাজশাহী বিভাগীয় ডিএনসি গোয়েন্দা টীম কর্তৃক পাবনা চাটমোহর থেকে ১০কেজি গাজাঁ উদ্ধার,আটক-দুই
ঢাকা নিউজলাইন ডেস্ক:পাবনা জেলার চাটমোহর হতে গাজাঁসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিকদল।এসময় তাঁদের কাছ থেকে দশ কেজি গাজাঁ উদ্ধার করে।০৭/১১/২০২৩ ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে পাবনা জেলার চাটমোহর থানাধীন জাবোরকোল নতুন পাড়া গ্রামস্থ মোঃগোলাম মাওলা এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে মান্নান নগর হতে চাটমোহর গামী পাকা রাস্তার উপর পূর্ব পার্শ্বে চাটমোহর গামী একটি রেজিঃবিহীন ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেলে দুইজন আরোহন কারী যাচ্ছে,তথ্য অনুযায়ী আরোহনকারী উভয়ের দেহ তল্লাশী করে,তল্লাশীপরে উভয়ের কাঁধে ঝুলানো দুইটি ব্যাগ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে ও দুইজন ব্যাক্তিাে আটক করে অভিযানিকদল।গ্রেফতারকৃত ব্যাক্তিরা পাবনা জেলার,আটঘোরিয়া থানারধীন,দেবোত্তর খিদিরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২০)গ্রেফতার ও একই গ্রামের মিন্টুর ছেলে নাহিদ হাসান তানজিদ(১৬)-শিশু/কিশোর।অভিযানিকদল উভয়ের কাঁধে ঝুলানো দুইটি ব্যাগের মধ্যে থেকে প্রতিটিতে পলিথিন স্কচ টেপ দ্বারা মোড়ানো দুইটি পোটলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাঁচ কেজি করে মোট দশ কেজি উদ্ধার পূর্বক জব্দ করে ও উভয়ের ব্যাবহৃত মোটরসাইকেল চাবিসহ এবং দুইটি মোবাইল ফোন দুইটি সিমসহ জব্দকরে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামীরা।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক মোঃমোসাদ্দেক হোসেন, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই মোঃশাজাহান আলী,সিপাই মোঃগোলজার রহমান এবং গাড়ী চালক মোঃমুনছুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতার ভাড়া গাড়ী যোগে পাবনা জেলার চাটমোহর থানাধীন এলাকাতে গিয়ে সফল অভিযান করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা চাটমোহর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯(গ),৩৮ ও ৪১ ধারাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।