রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক পাবনা হতে ইয়াবা সহ গ্রেফতার-১
আব্দুস সবুর ঢাকা: ২৪/১০/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার অভিযানিকদল পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুঁটিপাড়া আতাইকুলা জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিস এর সামনে কাজিরহাট থেকে পাবনা গামী মহাসড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপরে শ্যামলী পরিবহন থেকে যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১১-৫১৩১,বাস তল্লাশী করে গাড়ীর ভিতরে মাঝখানে বাম পার্শ্বের একা সিটে বসা টিকিট ছাড়া যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামীর ডান হাতে ধরা একটি টিস্যু ব্যাগের মধ্যে আলামত ইয়াবা ট্যাবলেট জব্দ করে।গ্রেফতারকৃত আসামীর নাম পাবনা জেলার,সদর উপজেলার দোহার পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে লিটন(৪২),আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য পেয়েছে অভিযানীক দল।উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রেখেছেন গোয়েন্দা টিম,জড়িতদের বিরদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ মোঃহুমায়ুন কবির, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আরুপ,এএসআই হোসেন, এএসআই মোঃ শাহজাহান আলী সিপাই হাবিবা খাতুন,সিপাই মোঃ রাসেল ইসলাম এবং গাড়ী চালক মোঃমুনফুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১০(খ),ধারাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।