রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক পুঠিয়া থেকে ৩৬ কেজি গাজাঁ উদ্ধার,আটক-৩

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:28 AM, 09 October 2023

আব্দুস সবুর ঢাকা: রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা বিপুল পরিমাণ গাজাঁসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে।তাদের কাছ থেকে ৩৬ কেজি গাজাঁ উদ্ধার করে।০৮/১০/২০২৩ ইং তারিখ রবিবার ভোর ৪:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে সকালে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে একটি ডেলিভারি ভ্যানে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীতে আসছে।এসময় ভ্যানটি তল্লাশি করে পলিথিনের বস্তায় স্কচ টেপ দ্বারা মোড়ানো ০৪টি পোটলায় ৩৬কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা,তিনটি মোবাইল ফোন,গাড়িতে থাকা প্লাষ্টিকের জগ ৫০পিস, প্লাষ্টিকের বদনা ৫০পিস,প্লাষ্টিকের কলম দানি ৫০পিসসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার আমতলী ছটু গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৮),কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী হাতিয়ারভিটার মৃত জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন(৪৪),কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মহিতর খন্ড ক্ষেত্রের মৃত মজিবর রহমান এর ছেলে আনিছুর রহমান (৪৪)।আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য পেয়েছে অভিযানীক দল।উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রেখেছেন গোয়েন্দা টিম,জড়িতদের বিরদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামীরা।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ এসআই মো:মোসাদ্দেক হোসেন,এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ,এএসআই বায়েজিদ হোসেন, এএসআই মোঃশাহ্জাহান আলী,সিপাই মোঃগোলজার রহমান এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম।আসামীদের বিরুদ্ধে রাজশাহী পুঠিয়া থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯ (গ),৩৮ ও ৪১ ধারাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :