রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক কম্পিউটারের কেসিং এর মধ্য থেকে গাঁজা উদ্ধার,আটক-১
কামরুজ্জামান মাসুম নাটোর থেকে:
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া মৃধাপাড়া গ্রামস্থ দাশুরিয়া হইতে নাটোর গামী(পাবনা রোড)মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপরে ভূত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে থেকে কম্পিউটারের সিপিইউরের কেসিংয়ের মধ্যে হতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (২৯ আগস্ট)বিকেল চারটার দিকে নাটোর জেলার বড়াইগ্রামের বনপাড়া মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দারা।গ্রেফতার মাদক কারবারির নাম মোশাররফ হোসেন(৪৬)তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার,জোয়ারী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার চৌকশ অভিযানিক দল সংবাদ পায়
একটি মোটরসাইকেল বাজাজ ডিসকোভার ১২৫ সিসি,যার রেজিঃ নং-নাটোর-হ-১৩-০৪২৯,বাম পাশে লকারে ঝুলানো অবস্থায় একটি কার্টুনের ভিতরে অব্যবহৃত কম্পিউটার সি.পি.ইউ কেসিং কভারের মধ্যে পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে জাচ্ছে,পরে তল্লাশি করে উল্লেখিত বর্ননা মোতাবেক ৪ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানিক দল।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উল্লেখিত অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপ-পরিচালক জিল্লুর রহমান সহ বিভাগীয় স্টাফ সহকারী পরিচালক রিফা রাওনাক নীতু,উপ-পরিদর্শক হুমায়ুন কবির,এএসআই বায়েজিদ হোসেন,সিপাই হাবিবা খাতুন,সিপাই রাসেল ইসলাম এবং গাড়ী চালক মুনছুর রহমানসহ সমন্বয়ে রেইডিং টীম।অভিযান শেষে নাটোর বড়াইগ্রাম থানাতে উক্ত অভিযানের উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯ (ক) ও ৩৮ ধারায় মামলা রুজু করেন।মামলা নং-৩২/২৫৮,তারিখ-২৯/০৮/২০২৩,এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমরা দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী যেই হোক না কেনো,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।