রাজশাহী তানোর থানার মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আতংক ওসি আব্দুর রহিম


আব্দুস সবুর ঢাকাঃ রাজশাহী তানোর থানা এলাকায় এখন চুরি,ছিনতাই ও মাদক কারবারি সহ সকল অপরাধীদের আতঙ্ক ওসি আব্দুর রহিম।এই চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রহিমের অক্লান্ত পরিশ্রম ও তার বিশেষ তৎপরতায় তানোর উপজেলাতে কমে যাচ্ছে চুরি,ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।গত ২৩ সেপ্টেম্বর তানোর উপজেলা সরনজাই ইউপির সরকার পাড়া থেকে নবনবী যাওয়ার সময় শালবান্ধা নামক স্থানে অটো ভ্যান চালক কে রাস্তায় পথরোধ ও মারধর করে অটো ছিনতায় করে নেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় অভিযোগ হলে কয়েক ঘণ্টার ব্যবধানে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সিনিয়ার সহকারি পুলিশ সুপার সোহেল রানার দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ (চৌকস অফিসার) আব্দুর রহিমের নেতৃত্বে আসামি সহ ছিনতাই হওয়া অটো ভ্যান উদ্ধার করে রীতি মত প্রশংসায় ভাসছেন (ওসি) আব্দুর রহিম।শুধু তাই নয় তিনি তানোর থানায় যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিনি’ই মাদক বিরোধী অভিযান চলমান রেখেছেন এবং বিপুল সংখ্যক মাদক মামলা ও মাদক কারবারীদের আটক পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন ওসি আব্দুর রহিম।এতে করে কমে যাচ্ছে তানোর উপজেলার বিভিন্ন এলাকার চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ।উল্লেখ্য কিছুদিন আগে তানোরে হওয়া চুরির বিপুল সংখ্যক সোনার অলংকার ও কাসার থালা সহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার ও আসামিকে আটক করেছেন তানোর থানার পুলিশ এবং থানায় হওয়া সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিভিন্ন অভিযোগ দ্রুত পদক্ষেপ ও সমাধান করা হচ্ছে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম ঢাকা নিউজলাইনকে বলেন,পুলিশ জনগণের বন্ধু’ তবে সাধারণ মানুষ ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে তানোর থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।জনগণের জান মালের নিরাপত্তা ও সমাজ থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ মুক্ত করে তোলাই আমার লক্ষ্য।এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অস্র ও বিশেষ করে মাদকের উপর জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী আমার থানা(তানোর) এলাকাকে অস্র ও মাদকমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টাতে থাকবো।