যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর মুজিবনগর দিবস পালন গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:18 AM, 19 April 2023

আব্দুস সবুর ঢাকা :

গত ১৭-ই – এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদায় এ দিনটিকে উদযাপন করা হয়।আজ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন অসহায়-দুস্থ মানুষের অতি আপনজন, গাংনীর নৌকার কাণ্ডারী,গাংনী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি,মাননীয় সংসদ সদস্য৭৪ মেহেরপুর-০২,জননেতা,জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,জনাব কাজী জাফর উল্লাহ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর কুষ্টিয়ার গর্ব ও কৃতি সন্তান,জননেতা,জনাবমাহবুব_উল_আলম_হানিফ(এমপি) মহোদয়,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,জননেতা,জনাব #আ_ক_ম_মোজাম্মেল_হক (এমপি) মহোদয়, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা,জননেতা, জনাব #বি_এম_মোজাম্মেল_হক মহোদয়।বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,জননেতা, জনাব #কৃষিবিদ_আ_ফ_ম_বাহাউদ্দিন_নাছিম মহোদয়,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য #অ্যাডভোকেট_গ্লোরিয়া_ঝর্ণা_সরকার(এমপি) ও #পারভীন_জামান_কল্পনা ,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,জনাব #ফরহাদ_হোসেন_দোদুল(এমপি) মহোদয়।এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ সকল শহিদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন :