মুক্তিযুদ্ধের সংগঠক-সিরাজুল আলম খানের শয্যা পাশে হাসানুল হক ইনু এম’পি
আব্দুস সবুর ঢাকা :
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি আজ রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন, মুক্তিযুদ্ধের সংগঠক, জাসদের প্রবাদ পুরুষ সিরাজুল আলম খানকে দেখতে যান। এসময়ে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাসদ গণসংযোগ সম্পাদক ও যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় কৃষক জোটের সদস্য ও শেরপুর জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক ছামেদুল হক, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য তসিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সম্পাদক নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু কর্তব্যরত ডাক্তারের কাছে সিরাজুল আলম খানের শরীরের সর্বশেষ অবস্থা বিষয়ে খোজ খবর নেন ও বলেন উন্নত চিকিৎসার জন্য জা জা করা প্রয়োজন সেটা করতে হবে।