মাদারীপুরে ৩৪ কেজি গাঁজাসহ যাত্রী আটক


আব্দুস সবুর ঢাকা: মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ আগস্ট) দুপুরে পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।আটক বাসযাত্রীর নাম: আরিফ খান (২৮)। তিনি বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর- রাজৈর সার্কেল) মো আনিসুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ও সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম পাঁচ্চর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা এইচটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।আরিফের সাথে থাকা ০৪টি ব্যাগ চেক করে গাঁজা সদৃশ বস্তু দেখা গেলে পুলিশ ব্যাগগুলো জব্দ করে। পরে ব্যাগগুলো খুলে ব্যাগের মধ্যে থাকা ০৮ টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়।