মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ তৎপরতা ইয়াবাসহ আটক-১

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 04 August 2023

আব্দুস সবুর ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ সরকারি গাড়ীযোগে,অভিযানিক দল ০৪/০৮/২০২৩ ইং তারিখ বিকেল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা হতে ২(দুই)হাজার পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে।অভিযানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় শাখার পরিদর্শক মোসা:পারভীন আক্তার,উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবির, উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই বায়েজিদ হোসেন, এএসআই মোঃ শাহজাহান আলী, সিপাই হাবিবা খাতুন, সিপাই মোঃ গোলজার রহমান, সিপাই মোঃ রাসেল ইসলাম এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান।রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার অভিযানিক দল তথ্য পায়-পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুটিগাড়া এলাকাস্থ আতাইকুলা জোনাল অফিস, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে কাশিনাথপুর হতে পাবনা গামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপরে ঢাকা হতে পাবনা গামী সিলভার লাইন যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৫০,বাসের ভিতরে টিকিট বিহীন যাত্রী,পিছনের বাম পার্শ্বের সিটে বসে আছে এক ব্যাক্তি,তার কাছে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে,পরে গোপন তথ্যের ভিত্তিতে সেই ব্যাক্তির দেহ তল্লাশী করেএকটি টিস্যু ব্যাগের মধ্যে অপর একটি পলিথিন প্যাকেটে মোড়ানো তার ডান হাতে ধরা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিনযুক্ত ২০০০(দুই হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিক দল।গ্রেফতারকৃত ব্যাক্তি ফয়সাল-৪৮,পিতা-মৃত হাফেজ আব্দুল হক, মাতা-মৃত-মাজিদা বেগম,সাং-হেতালবুনিয়া,ইউপির কাঠালিয়া,থানা- কাঠালিয়া,জেলা-ঝালকাঠি।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১০(ক) ধারাতে মামলা হয়।যাহার মামলা নং- ০৭,তারিখ-০৪/০৮/২০২৩।এই অভিযান বিষয়ে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা মাদকের বিষয়ে জিরোট্রলারেন্স ঘোষণা করায়,হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক মহোদ্বয়ের দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে,তাই আমরা দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক- না-কেনো,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।

আপনার মতামত লিখুন :