মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) টীমের বিশেষ অভিযানে ১২০০০ (বার হাজার) পিস ইয়াবা উদ্ধার-গ্রেফতার-২
আব্দুস সবুর ঢাকা: কক্সবাজার-ঢাকা রুটের টাইম ট্রাভেলস এসি স্লীপার কোচের হেল্পারসহ কক্সবাজার ভিত্তিক ০২ (দুই) ইয়াবা পাচারকারী গ্রেপ্তার, ১২০০০ (বার হাজার) পিস ইয়াবা উদ্ধার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় কর্তৃক কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত আছে। কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সর্বশেষ জুন-জুলাই মাসে ৯৯,৫২৭ পিস ইয়াবাসহ ৮২ জনকে আটক করা হয়। এরই ধারাবাহিকতায় খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহিম এর নেতৃত্বে একটি টীম আজ ২৯/০৭/২০২৩ তারিখ ভোররাত থেকে দুপুর অবধি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ১২০০০ (বার হাজার) পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী মেহেদী হাসান উজ্জ্বল (২৮), পিতা- মোঃ হালিম মিয়া, পেশাঃ টাইম ট্রাভেলস এসি স্লীপার কোচের হেল্পার;ঠিকানা- বানিয়াকান্দা, আগিয়াবাজার, পূর্বধলা, নেত্রকোনা, রুবেল মিয়া (২৮), পিতা-মোঃ আব্দুল মতিন, পেশাঃ রাইড শেয়ারিং এর মোটর বাইক চালক;ঠিকানাঃ রায়পুর, ঘোষগাও, ধোবউড়া, ময়মনসিংহ-দের গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ)।যেভাবে অভিযানঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেল গত ১৪ই জুলাই ২০২৩ তারিখ ১১৫০০ পিস ইয়াবাসহ ইয়াবার হোম ডেলিভারিম্যান পাঠাওচালক এবং কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা সরবরাহকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে কক্সবাজার-ঢাকা রুটের টাইম ট্রাভেলস এসি স্লীপার কোচের হেল্পার এবং একজন রাইড শেয়ারিং এর মোটর বাইক চালকের ইয়াবা কারবারে জড়িত হবার কথা জানা যায়। গতকাল রাতে গোপন সংবাদদাতার মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা পুনরায় পাচারের তথ্য পেলে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেল অভিযান চালায়। ভোর ০৪.০০ টার দিকে উত্তরা ৭নং সেক্টর রাজউক রাজিব কসমো শপিং কমপ্লেক্স এর সামনে কক্সবাজার থেকে আগত টাইম ট্রাভেলস এসি স্লীপার কোচ তল্লাশি করে বাসের হেল্পার মোঃ মেহেদী হাসান উজ্জ্বল (২৮) এর কোমড়ে গামছা দিয়ে বাধা অবস্থায় ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কক্সবাজারের শুঁটকি ব্যবসায়ী জনৈক ইমরানের থেকে সে ইয়াবা সংগ্রহ করেছে এবং ইতোপূর্বে আরো ৬টি চালান ঢাকায় নিয়ে এসেছিল। ইয়াবার গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বন্ধু রাইড শেয়ারিং এর মোটর বাইক চালক মোঃ রুবেল মিয়ার মাধ্যমে ইয়াবা ঢাকার উত্তরাসহ, গাজীপুর এবং ময়মনসিংহে পৌঁছে দেয়া হয়। তার দেয়া তথ্যমতে আব্দুল্লাহপুর মেসার্স উত্তরা ফিলিংস এন্ড সিএনজি স্টেশনের সামনে থেকে ছদ্মবেশে অবস্থান নেয়া হয়। মোঃ রুবেল মিয়া ঘটনাস্থলে পৌঁছালে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে আরো ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ অভিযান বিষয়ে উপপরিচালক জনাব মাসুদ হোসেন ঢাকা নিউজলাইনকে বলেন,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে অভিযান চলমান আছে।