মাঠে ফিরবেন কি আবারও তামিম?
আব্দুস সবুর ঢাকা:
আন্তর্জাতিক ক্যারিয়ারে হুট করেই ইতি টেনেছেন তামিম ইকবাল খান। তার অবসরের ঘোষণায় অবাক বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ড্যাশিং ওপেনারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যে কারণে জরুরি বৈঠক ডেকেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতেই রাজধানীর একটি হোটেলে তামিমের অবসরের ইস্যুতে মিটিং করবে বিসিবি। বৈঠকে কী নিয়ে আলোচনা করবেন তারা? তামিমকে কি অবসর ভাঙতে বলবেন সংগঠনের পক্ষ থেকে? নাকি ড্যাশিং ওপেনারকে বিদায়ী সংবর্ধনা দেয়ার বিষয়ে আলাপ করতে এ বৈঠক?
তামিমের অবসরের ঘোষণার পর বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেন, তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন না। তামিমকে নাকি তারা অবসর না নেয়ার জন্য অনুরোধ করেছিলেন।
জালাল ইউনুসের মতে, তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, ‘তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।
জালাল ইউনুসের এমন বক্তব্যের পর আন্দাজ করাই যায়, তারা তামিমকে অবসর ভেঙে ফিরে আসতে বলবেন। যদি এমন কিছুই হয়, তবে তামিম কি সত্যি সত্যি আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন? নাকি অটল থাকবেন তার সিদ্ধান্তেই।
সামনেই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে এই আসর। তার আগে তামিমের অবসরের সিদ্ধান্তটিকে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তামিমের অবসরের পর নিজেদের সাইটে তামিমকে নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে আইসিসি।
ফিচারে আইসিসি লিখেছে, ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম। সাম্প্রতিক ঘটনাবলি এবং আফগানিস্তানের বিপক্ষে হারের একদিন পর সংবাদ সম্মেলনে তামিম অবসর ঘোষণা করেছেন।
এমন অবস্থায় তামিম যদি অবসর ভেঙে ফিরেন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। যেহেতু ওপেনিং পজিশনে বাংলাদেশ এখনও কোনো সমাধান খুঁজে পায়নি। সৌম্য সরকার, নাঈম শেখদের কেউই নিজেদের আস্থার প্রমাণ দিতে পারেননি। ফর্মে নেই লিটন কুমার দাসও।