ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সহিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মানিক মিয়া’র মতবিনিময়

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  09:34 PM, 31 January 2024

আব্দুস সবুর ঢাকা:৩১ জানুয়ারী,বুধবার সন্ধ্যায় ভেড়ামারা ডাকবাংলোস্হ ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সহিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দুর্দিনের ছাত্র ও যুব সংগঠক, বহু নির্যাতন, হামলার স্বীকার, ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ মানিক মিয়া।ভেড়ামারা প্রেসক্লাবে স্বল্প সময়ে অবস্হানকালিন সময়ে দেশের সমসাময়িক রাজনীতি,সমাজনীতি ও অর্থনীতি নিয়ে বিস্তর আলাপ আলোচনা করেন।এছাড়াও তিনি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানান। তিনি বলেন উন্নয়ন বঞ্চিত অবহেলিত ভেড়ামারা উপজেলা পরিষদকে একটি আধুনিক ও মানসম্মত উপজেলায় পরিণত করতে ব্যাপক ও গণমুখী উন্নয়ন পরিকল্পনা এবং তা বাস্তবায়নে কাজ করতে চাই। আর সেজন্য আমি ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেযারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে সকলের দোয়া ও সমর্থন চাই। এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

আপনার মতামত লিখুন :