বাগেরহাট মোড়লগঞ্জে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধে রাজাকারের দলবলের হামলা,নারীসহ আহত-৩ থানাতে পাল্টাপাল্টি অভিযোগ


নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাট জেলার মোড়লগন্জে দুই ভায়ের জমি সংক্রান্ত বিরোধের কারণে বাকবিতন্ড ও মারপিট। তথ্য নিয়ে যানা- যায় রাজাকার সারোয়ার শিকদার ও মোফাজ্জল শিকদার আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। মোফাজ্জল শিকদারের বসত ভিটা দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে রাজাকার সারোয়ার শিকদার তার ছেলে,ভাড়াকরা দলবল ও দেশীয় অস্র-সস্র সহ মোফাজ্জল শিকদারের বসতভিটা দখল করতে যায়। এই বসতভিটা দখল করাকে কেন্দ্র করে রাজাকার সারোয়ার শিকদারের নেতৃত্বে থাকা তার ছেলে সহ ভাড়াটিয়া দলবল ও মোফাজ্জল শিকদারে মধ্যে কথোপকথোনে বাক বিতন্ড হয়,তাৎক্ষনাৎ মোফাজ্জল শিকদার সহ তার পরিবারে প্রতি উপুরি-ঝুপরি মারপিট শুরু করেন-রাজাকার সারোয়ার শিকদারের লোকজন। ঘটনা চলমান অবস্থাতে মোফাজ্জল শিকদার তার পরিবারের আত্মরক্ষার্থে, আইনের প্রতি শ্রদ্ধাশীল অনুগত হয়ে-৯৯৯-এ কল করার পর পুলিশের উপস্থিতি, স্থানীয় জনপ্রতিধি(মেম্বার) জাহাঙ্গীর আলম ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান-এদের উপস্থিতি- সহযোগীতায় প্রানে বেচে যায়।এতে বাগেরহাট সদর হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় ভর্তি আছে বাশবাড়িয়া গ্রামের মোফাজ্জেল শিকদার(৫১) মোফাজ্জল শিকদারের স্ত্রী নাজমা খাতুন(৩৮), তার ছেলে জুয়েল (২২) ও তাওহীদ(১৪), তার বোন মনোয়ারা(৬০)।
এ ঘটনায় মোফাজ্জল শিকদার বাদী হয়ে গত বুধবার ২৪/০৫/২০২৩ ইং তারিখে মোড়লগন্জ
থানায় ঘটনার বিবরণ উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।উল্লেখিত ঘটনা নিয়ে মোড়লগন্জ থানা উভয় পক্ষ ঘটনার বর্ননা দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।এ বিষয়ে মোড়লগন্জ থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত মোড়লগন্জ-উভয়ের মুঠোফোনে পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনারা ফোন রিসিভ করেনি,পরে মোড়লগন্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের মুঠোফোনে কল করে ঘটনা জানতে চাওয়া হলে তিনি বলেন ডিআইজি মহোদ্বয়ের অডিট, তাই সকলেই সদরে অবস্থান করাতে ব্যস্ততার কারনে ফোন রিসিভ করতে পারেনাই হয়তো,তবে ফ্রী হয়ে তিনি ঘটনার খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।