বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন(কর্নেল)পদে পদোন্নতি পেলেন কুষ্টিয়া দৌলতপুর এর-রবিউল ইসলাম

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:32 AM, 21 November 2023

আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃতি সন্তান,(বর্তমানে বসবাস ডাং মড়কা বাজার)মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশ বিমানবাহীনীর গ্রুপ ক্যাপ্টেন(কর্নেল)পদে ২০/১১/২৩ ইং তারিখ সোমবার পদোন্নতি পেয়েছেন।বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান(বিইউপি,এনএসডব্লিউসি,এফএডব্লিউসি,পিএসসি),

তাঁকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।তিনি ঢাকাস্থ”দৌলতপুর উপজেলা সমিতি (কুষ্টিয়া)”এর সম্মানিত উপদেষ্টা অতিরিক্ত সচিব জনাব মো:বোরহানুল হক ও সমিতির সাধারণ সদস্য বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো:হুমায়ুন কবীরের চাচাতো ভাই।উল্লেখ্য যে,মোঃরবিউল ইসলাম বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেন।তিনি সকলের দোয়া প্রার্থী।”দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা”এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কমিটির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :