বরিশাল বাকেরগঞ্জ ও উজিরপুর সার্কেলের শ্রেষ্ঠ অফিসার হলেন-এসআই রাকিবুল ইসলাম

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  06:53 AM, 21 August 2023

আব্দুস সবুর ঢাকা: বরিশাল জেলার বাকেরগন্জ ও উজিরপুর সার্কেলের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন উপ-পরিদর্শক(এসআই) রাকিবুল ইসলাম।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম),শাহজাহান হোসেন পিপিএম-অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন),ইকবাল হোসাইন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার-জেলা বিশেষ শাখা বরিশাল,ফরহাদ সরদার অতিরিক্ত পুলিশ সুপার,বাকেরগঞ্জ সার্কেল,বরিশাল,এস এম আল বিরুনী-অতিরিক্ত পুলিশ সুপার,গৌরনদী সার্কেল, বরিশাল,সহ:পুলিশ সুপার,উজিরপুর সার্কেল,বরিশাল-আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ,কামরুল ইসলাম-অফিসার ইনচার্জ উজিরপুর মডেল থানা বরিশাল,পুলিশ পরিদর্শক(তদন্ত)উজিরপুর মডেল থানা তৌহিদ সোহাগ,এস আই রকিবুল ইসলামের ব্যাচমেট ৩৬-তম আউট সাইড ক্যাডেটের এসআই মেহেদী মিলন প্রমুখ।শনিবার(১৯ আগষ্ট)দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে জুলাই/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক(এসআই) অফিসারের পুরস্কার হিসেবে রাকিবুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন
বরিশাল জেলার বাকেরগন্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।থানাসমূহের অভিযোগ অনুসন্ধান,মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সকল বিষয় এই অভিন্ন মানদন্ডে পয়েন্টভিত্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে উপ-পরিদর্শক(এসআই)রাকিবুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়।এ বিষয়ে এসআই রাকিবুল ইসলাম ঢাকা নিউজলাইনকে বলেন,আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ বরিশাল জেলার বাকেরগন্জ ও উজিরপুর সার্কেলের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সঙ্গে আগামী দিনগুলোতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।

আপনার মতামত লিখুন :