বরগুনা সদর উপজেলার আয়লা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন-আসমা আজিজ


আব্দুস সবুর।।বরগুনা সদর উপজেলার “আয়লাপাতাকাটা” ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান আঃ আজিজ বিএসসির কনিষ্ঠ কন্যা,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও এলাকার কৃতি সন্তান আসমা আজিজ “আয়লা কলেজ”এর পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,বরিশাল কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।যার মেয়াদ আগামী ৬ মাস পর্যন্ত।আসমা আজিজ বরগুনা সদর উপজেলার স্থায়ী বাসিন্দা।এলাকা ও উল্লেখিত কলেজের সাবেক এবং বর্তমান ছাত্রদের সম্মতিক্রমেই পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আসমা আজিজ।তিনি জানান,শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়েনে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি।তিনি শিক্ষক ও শিক্ষার্থীগন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন,শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক,মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের,সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।
এছাড়া, আসমা আজিজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ বরগুনার শিক্ষাঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।