বগুড়াতে রাতভর সাঁড়াশি অভিযানে কার্গো থেকে বিপুল পরিমাণ গাজাঁ উদ্ধার,আটক-২

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  05:02 AM, 06 January 2024

 আব্দুস সবুর ঢাকা: রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা টীম,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া বাজারস্থ রংপুর হতে বগুড়া গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পাথর ভর্তি একটি খোলা কার্গো ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬,চেসিস নং MB1A3KWA1DRCH2069 ন নং CDHZ422905 তল্লাশী করে গাড়ীর চালকের সিটের পিছনে কেবিনে রক্ষিত উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা প্রাপ্ত হয় অভিযানিক দল।দুইটি সাদা প্লাষ্টিক বস্তার মধ্যে থেকে পোটলায় পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য মোট ৭০(সত্তর) কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেন অভিযানিকদল।এসময় তাঁদের কাছ থেকে সত্তর কেজি গাজাঁ উদ্ধার হয়।০৬/০১/২০২৪ ইং তারিখ শনিবার ভোর ০১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে বগুড়া জেলার সদর উপজেলার একটি পাথরের কার্গো ট্রাকের মধ্যে বিপুল পরিমাণ অবৈধ মাদক গাঁজা পাচার করছে একটি চক্র,তথ্য অনুযায়ী উল্লেখিত পাথর বহনকারী ট্রাকটিতে তল্লাশী চালিয়ে সত্তর কেজি গাঁজা উদ্ধার করে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিকদল।গ্রেফতারকৃত ব্যাক্তিরা ১।মোঃ শামীম হোসেন সরকার-৩০(গ্রেফতার) ট্রাক চালক,পিতা:-চাঁন মিয়া,সাং-কান্দি মধ্যপাড়া,থানা-বেলকুচি,জেলা-সিরাজগন্জ,ও ২।মোঃ সুমন-৩২ (গ্রেফতার-হেলপার),পিতা-আকছের আলী,সাং-চর বালু গুরুরী,থানা+জেলা-সিরাজগন্জ, নিজ দখলে অবৈধ মাদকদ্রবা গাঁজা পরস্পর যোগসাজসে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ সর্ব জনাব উপ-পরিদর্শক মোঃমোসাদ্দেক হোসেন,এএসআই বায়েজিদ হোসেন,এএসআই মোঃ শাহজাহান আলী সিপাই মোঃ গোলজার রহমান সিপাই হাবিবা খাতুন,সিপাই মোঃ রাসেল ইসলাম এবং গাড়ি চালক মোঃমুনসুর রহমান এর সমন্বয়ে একটি রেইডি টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে বগুড়া জেলার সদর উপজেলাধীন এলাকা হতে সত্তর কেজি গাঁজা সহ দুই জন মাদক চোরাকারবারিকে আটক করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃহুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া জেলার সদর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯(গ) এর ৩৮ ও ৪১ ধারাতে মামলা রুজু করেন।এ বিষয়ে বগুড়া সদর থানাতে একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।যাহার নম্বর-১০/১০,তারিখ ০৬/০১/২০২৪।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,প্রতিবারের ন্যায়,গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :