ফেন্সিডিলের ব্যাগ ফেলে পালিয়েও শেষ রক্ষা হয়নি ভেড়ামারার Red single ঝলক ও তার মাদক পার্টনার নিপুর


নিজস্ব প্রতিবেদক :
পুলিশের ধাওয়া খেয়ে ফেন্সিডিলের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়া Red Single নামীয় ফেইসবুক ব্যবহারকারী আহসান হাবিব ঝলক ও তার মাদক ব্যবসার পার্টনার নিপু’র নামে ভেড়ামারা থানায় মামলা। মামলা নং- ১, তারিখ-১/৫/২০২৩ খ্রীঃ।
জানা যায়, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এর নির্দেশে গতকাল রবিবার দুপুরে ভেড়ামারার সাতবাড়িয়া এলাকায় পুলিশের একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই জাবেদ, এসআই বিশ্বজিৎ, এসআই আশরাফুল সহ সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে মাদককারবারি ঝলক (Red signal) ও তার সহযোগী নিপু মটর সাইকেলযোগে ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে পাচারের জন্য ভেড়ামারার সাতবাড়িয়া এলাকা দিয়ে ভেড়ামারা অভিমুখে যাবে। এই সংবাদের ভিক্তিতে পুলিশের অভিযানিক একটি টিম সাতবাড়িয়া গো-হাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ঝলক ও তার সহযোগী নিপু মটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে পিছু ধাওয়া করে। কিন্তু অতি ধূর্ত মাদককারবারি ঝলক ও তার সহযোগী নিপু ফেন্সিডিলের ব্যাগ ফেলে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে সেখান থেকে
পালিয়ে যায়। পুলিশ তাদের ফেলে যাওয়া ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তীতে তথ্য প্রমানের ভিক্তিতে মাদক ব্যবসায়ী ১/আহসান হাবিব ঝলক, পিতা- আবু বক্কর, সাং- কাচারীপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া এবং
২/ নিপু, পিতা- মৃত নূর বক্স, সাং- চাঁদগ্রাম, ২নং ওয়ার্ড, ভেড়ামারা, কুষ্টিয়ার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অতি সুকৌশলে ঝলক ও নিপু মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ও ভেড়ামারা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ভেড়ামারা থানা পুলিশের অভিযান জোড়ালো ভাবে চলবে।