ফিলিপনগর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন-অ্যাডভোকেট মোঃ শিহাব উদ্দিন


আব্দুস সবুর।।কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গ্রামের প্রয়াত হাফিজুর রহমান (ধুনা)মাষ্টারের দ্বিতীয় পুত্র মোঃ শিহাব উদ্দিন “ফিলিপনগর দাখিল মাদ্রাসার” পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।ফিলিপনগর দাখিল মাদ্রাসাতে এই প্রথম নানান অবহেলার পর ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গ্রামের কৃতিসন্তান,বিশিষ্ট সমাজসেবক,কৃষিউদ্যোক্তা,আইনজীবী মোঃশিহাব উদ্দিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক ফিলিপনগর দাখিল মাদ্রাসা,দৌলতপুর,কুষ্টিয়া এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়ে দায়িত্বপ্রাপ্ত হন। ১০ ই-মার্চ-২০২৫ খ্রি: তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক ৪ সদস্যের এডহক কমিটি প্রজ্ঞাপন প্রকাশ হয়।যার মেয়াদ আগামী ৬ মাস পর্যন্ত।সভাপতি আইনজীবী মোঃশিহাব উদ্দিন জানান,শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ কমিটি।এ বিষয়ে তিনি শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন,শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সৎ,দেশপ্রেমিক ও মানবিক গুণাবলিসম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।