নাটোরে তক্ষক ও সেনাবাহিনীর সরঞ্জামসহ আটক-২

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:41 AM, 07 August 2023

কামরুজ্জামান মাসুম নাটোর: নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি তক্ষকসহ আনোয়ার হোসেন (২৯) এবং বিপ্লব সরদার (১৯) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত একটি ওয়াকিটকি,নগদ ১ লক্ষ ৯৪ হাজার টাকা এবং নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরণের ১০টি সীল জব্দ করা হয়।আটককৃতদের মধ্যে আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে এবং বিপ্লব সরদার নন্দীকুজা (চিতলীপাড়া) গ্রামের আরিফুল ইসলামের ছেলে।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা নিউজলাইনকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআই আফজাল হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দয়রামপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন। এসময় সন্দেহভাজন দুইজন ব্যক্তি হেঁটে ওই স্থানে আসার পর তাদের থামার জন্য বলা হয়।থামতে বলায় তারা দৌঁড় দেয়।পুলিশ তাদের ধাওয়া করলে তারা মিশ্রিপাড়া (মহলপুকুর)গ্রামের জনৈক আহমেদ কাদের জাহাঙ্গীর এর বসতবাড়িতে প্রবেশ করে।পরবর্তীতে সেখান থেকে আনোয়ার হোসেনে এবং বিপ্লব সরদারকে আটক করে।ইতিপূর্বে আনোয়ার হোসেন ওই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতো।আটকের পর আনোয়ার হোসেনের ভাড়াবাসায় তল্লাশি করে প্রায় এক ফুট লম্বা ২টি ধুসর বর্ণের তক্ষক, ১টি সেনাবাহিনীর ব্যবহৃত ফিল্ড ক্যাপ,একটি ওয়াকিটকি,বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের নামযুক্ত ১০টি সিল, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র ১ পাতা এবং ১ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয় ।ওসি আরও বলেন, আটককৃত আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে পূর্বে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতো এবং বর্তমানে সে চাকুরীচ্যুত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় জালিয়াতি এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ২ টি মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :