নতুন মাদক”মাঙ্কি ডাস্ট”বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:39 AM, 24 August 2023

আব্দুস সবুর//
সম্প্রতি মাঙ্কি ডাস্ট নামের একটি মাদক যুক্তরাজ্যের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটি একটি সিথেটিক সাইকোঅ্যাকটিভ সাবসট্যান্স যা এমডিপিভি (MDPV) (৩,৪ মিথাইলিন ডাই অক্সিপাইরোভালেরোন) নামেও পরিচিত। মাঙ্কি ডাস্ট একটি সিনথেটিক অথবা মানবসৃষ্ট ক্যাথিনোন। ক্যাথিনোন হলো এক ধরণের প্রাকৃতিক উত্তেজক যা খাত উদ্ভিদে পাওয়া যায়। কোথাও কোথাও এটি বাটিলোন MI,ম্যাজিক ক্রিস্টাল, মিথাইলোন অথবা পাইরোভালেরোন নামেও পরিচিত।সাধারণত সাদা, অফ হোয়াইট হলুদাভ বা বাদামী পাউডার হিসেবে পাওয়া যায়।এটি ধুমপানের মাধ্যমে সেবন করা হয়,কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমেও সেবন করতে পারে।কখনো কখনো মাঙ্কি ডাস্টকে ম্যাজিক,বাথ সল্ট,জম্বি ডাস্ট নামেও ডাকা হয়।এই মাদকটি বেশ সস্তায় পাওয়া যায় কিন্তু এটি সেবনের প্রভাব বেশ তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। এর প্রভাব ১২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।উপরন্তু এটিতে আসক্ত ব্যক্তি হ্যালুসিনেশন,প্যারানয়আ(বিশেষত নির্যাতনের বদ্ধমূল ধারাঘটিত মানসিক বৈকলা) অযৌক্তিক আচরণ,অনাকাঙ্ক্ষিত শারীরিক চলাফেরা এমনকি হিংস্র আচরণ করতে পারে।মাঙ্কি ডাস্ট সেবনে হার্টের সমস্যা এমনকি কিডনি ড্যামেজও হতে পারে। শুধু শারীরিক ক্ষতিই নয়,মাঙ্কি ডাস্ট আসক্ত ব্যক্তির জীবন- পরিবার,সামাজিক সম্পর্ক,অর্থ,শিক্ষা,ক্যারিয়ার সব কিছুকেই ঝুঁকির মধ্যে ফেলে।সম্প্রতি যুক্তরাজ্যে মাঙ্কি ডাস্টে আসক্তদের কাউকে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে,আবার কেউ কেউ কাঁচের গ্লাস চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে।ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়,ল্যাবে তৈরি করা এই মাদকটিকে এ-ক্লাস (প্রথম সারির)মাদক হিসেবে চিহ্নিত করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার,যাতে এই মাদক সরবরাহের সাথে জড়িতদের যাবজ্জীবন সাজা হতে পারে।

যুক্তরাজ্যের মাদকটি যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে বাংলাদেশে এই মাদক প্রবেশ করা খুব কঠিন কোন ব্যাপার নয়।আমাদের বিপুল সংখ্যক ছাত্র বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাজ্যে লেখাপড়া করে, প্রতি বছর উচ্চ শিক্ষা অর্জনে তারা যুক্তরাজ্যে যাচ্ছে।এছাড়া বাংলাদেশের বেশ বড় সংখ্যার প্রবাসীরা যুক্তরাজ্যে রয়েছে, তারা সেখানে নানান পেশায় নিযুক্ত।হরহামেশাই তারা বাংলাদেশ-যুক্তরাজ্য যাওয়া আসা করছে।ফলে বাংলাদেশে যেকোন সময়েই মাঙ্কি ডাস্ট নামের নতুন মাদকটি প্রবেশ করে ছড়িয়ে পড়তে পারে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক(গোয়েন্দা) জিল্লুর রহমান ঢাকা নিউজলাইনকে বলেন,এই ভয়াল অথচ সহজলভ্য ও সম্ভ মাদকটিকে রুখতে আমাদের দেশে সংশ্লিষ্ট সকলকে সদা তৎপর থাকতে হবে।

আপনার মতামত লিখুন :