দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:47 AM, 06 June 2023

নিজস্ব প্রতিবেদক :

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের সবেদ এর মোড় থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মুকুল হোসেন ওরফে চিকন আলী(ফেন্সি মুকুল) এর সহযোগী খোকন ১৬ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আটক। এ সময় মাদকসহ খোকন আটক হলেও তার সহযোগী মুকুল হোসেন(ফেন্সি মুকুল) ও বাহার মন্ডল(ফেন্সি বাহার) সুকৌশলে পালিয়ে যায়। সুত্রে জানা যায়, পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশে ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই সঞ্জীব ঘোষ, কনস্টেবল মিলন ও বুলবুল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসআই সঞ্জীব কুমার ঘোষ বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্র চোরা চালান মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত গোপন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে দৌলতপুর গাছেরদিয়াড় থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (ফেন্সি মুকুল) হোসেন ও (ফেন্সি বাহার) মণ্ডল পালিয়ে গেলেও তার সহযোগী খোকনকে আটক করা হয়। এ সময় তিনি আরো বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দৌলতপুর থানায় এজাহার জমা দেওয়া হয়েছে ও নিয়মিত মামলা হবে মাদক আইনে।জেলা পুলিশের অপরাধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :