তারাগুনিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটির সভাপতি সবুর ও সাধারণ সম্পাদক রাজু


ঢাকা নিউজলাইন ডেস্ক :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাগুনিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে মাহবুবুর রহমান সবুর ও সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন সাংবাদিক আহমেদ রাজু। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান হামজু মাস্টার। শুক্রবার রাতে ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।এ সময় ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, উপদেষ্টা বিল্লাল হোসেন, সানাউল্লা সেন্টু, নকিব উদ্দিন নেন্টূ, মাহবুবুর রহমান বাবু, আলাউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় ক্লাবের তিন শীর্ষ পদে কর্মকর্তা নির্বাচিত হলেও সোমবার অন্যান্য পদে নির্বাচিতসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। আগামী তিন বছর এই কমিটি ক্লাব পরিচালনার দায়িত্ব পালন করবেন।