মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মোট্রো:(দক্ষিন)টীমের অভিযানে গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ,আটক-৩


আব্দুস সবুর ঢাকা: নতুন নামে গাঁজা বিক্রি, নিকেতন-গুলশানের পাইকারি গাঁজা ব্যবসায়ী আতাউর রহমান (৩০) ও তাঁর দুই সহযোগীসহ গ্রেফতার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ(দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী সার্কেলের পরিদর্শক জনাব মো: জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি চৌকস টিম আজ ০১/০৮/২০২৩ তারিখ মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর গুলশান ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১,০০,৭০০ টাকাসহ নিকেতন-গুলশানের পাইকারি গাঁজা ব্যবসায়ী আতাউর রহমান (৩০) সহ দুই সহযোগী,কামরুজ্জামান ওরফে কামরুল (২৯) এবং মোঃ সফিকুল ইসলাম(২৯)এদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আতাউর রহমান (৩০) জানান, রাজধানীর অভিজাত এলাকায় গাঁজা বিক্রির কোন স্পট না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের কাছে গাঁজা পৌঁছে দিতো তারা। কালাইয়া, কালা ভুনা, মোহিনী ইত্যাদি বিভিন্ন নামে এই গাঁজা ক্রেতাদের নিকট পৌঁছে দেয় বলে জানায়। আসামী আতাউর রহমান জানায়, এর মধ্যে দেশাল ও এম্পুল সবচেয়ে জনপ্রিয় যার প্রতি ২৫ গ্রামের মূল্য ৪৫০০-৫৫০০ টাকা। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।এ অভিযান বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ(দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন ঢাকা নিউজ লাইনকে বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত নির্দেশনা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের জন্য সর্বোচ্চ চেষ্টাতে কাজ করে যাচ্ছেন,সে হিসেবে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না,এই অভিযান অব্যাহত থাকবে,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।জব্দকৃত মাদক(গাঁজা)কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল গ্রেফতারকৃত আসামিরা এ কথা জানান।