ঢাকা ধানমন্ডি লেকপাড়ের রবীন্দ্র সরোবরে কপোত-কপোতীদের মাতলামি
জালাল হাওলাদার:
ধানমন্ডি লেক পাড়ের রবীন্দ্র সরোবরে চারজন তরুণ-তরুণী(শিক্ষার্থী)মদপান করে মাতলামি করার অভিযোগে আটক করেছে পুলিশ।রোববার(৩-সেপ্টেম্বর)সন্ধ্যা ছয়টার দিকে মদ পান করে মাতলামির ঘটনাটি ঘটে।আটকৃতরা হলেন নিলয় (২৩),সায়েম(১৯),জুই(২২) ও মিমু (১৮)।এদের মধ্যে নিলয় ও সায়েমকে স্টমাক ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।জুই ও মিমু কে স্টমাক ওয়াস ছাড়া তাদেরকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তবে,তাদেরকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে মেডিকেলে আগত রোগী ও রোগীদের স্বজনদের সাথে দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ওউ শিক্ষার্থীরা।এই অবস্থায় রোগী ও তাদের স্বজনরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।এ বিষয়ে ধানমন্ডি থানার সহ উপপরিদর্শক এএসআই তরুণ কুমার অধিকারী জানান,লেকের পাড়ে দুই তরুণ ও দুই তরুণী মদ পান করে মাতলামি লাফালাফি ও হইচই শুরু করলে স্থানীয় লোকজন আমাদেরকে খবর দেয়।পরে তাদের আমাদের হাতে সোপর্দ করে।সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুইজনকে পাকস্থলী ওয়াস ও মেয়ে দুটিকে ওয়াস ছাড়া চারজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।তিনি ঢাকা নিউজলাইনকে আরো বলেন,তারা নেশাগ্রস্থ অবস্থায়, তাদের সমম্পূর্ন নাম পরিচয় ঠিকানা এবং কিসে লেখাপড়া করে এ পর্যন্ত কিছুই জানতে পারিনি।তারা সম্পূর্ণ সুস্থ হলে তাদের পূর্ণ পরিচয় জানা ও জানানো যাবে।