ঢাকাস্থ কুষ্টিয়া দৌলতপুর সমিতির উপদেষ্টা বোরহানুল হক অতিরিক্ত সচিব পদোন্নতি পাওয়ায় কমিটির শুভেচ্ছা ও মত বিনিময়


আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃতি সন্তান, দৌলতপুরের গর্ব, ঢাকাস্থ দৌলতপুর উপজেলা সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব বোরহানুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় দৌলতপুর উপজেলা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময়।সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি-সোহেল রেজা
সাধারণ সম্পাদক-শরিফ রেজা খোকন, সাংগঠনিক সম্পাদক-আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম মনি, শফিকুল ইসলাম। কার্যকরী নির্বাহী সদস্য- মিজানুর রহমান ও বজলুর রহমান বুলু প্রমুখ।উক্ত মত বিনিময় সভায় সম্মানিত উপদেষ্টা অতিরিক্ত সচিব বোরহানুল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- আমরা কুষ্টিয়া জেলা- দৌলতপুর উপজেলার নদীভাঙন এলাকার প্রত্যন্ত গ্রামের মানুষ,আজ সকলের দোয়ায় আল্লাহ-র রহমতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ভালো স্থানের দায়িত্বে আছি,যাহা সরকার আমাকে দিয়েছেন প্রাপ্ত দায়িত্বে।তবে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে আমরা যেভাবে পরিশ্রম করে পড়ালেখা করে আজ সরকারের গুরুত্বপূর্ণ স্থান পেয়েছি,আমাদের সহযোগিতা করার মত তখন কেউ ছিলোনা বলে আমার মনে হয়,সব করেছি মেধা-বুদ্ধি ও পরিশ্রমের দারা,তাই আমার ব্যক্তমত থাকবে বর্তমানে আমাদের ঢাকাস্থ দৌলতপুর সমিতির যে যেখানে কর্মরত আছি,আমাদের পরে জেনারেশনকে সর্বোচ্চ সহযোগীতা করে সকলে ঐক্যবদ্ধ থেকে এলাকার মেধাবী ছেলেমেয়েদের পাশে থাকতে হবে।তবে ঢাকাস্থ দৌলতপুর সমিতির এলাকার সকলকে একসাথে দেখে আমি আবেগ-উৎ-ফুল্ল অনুভব করছি।সকলের প্রতি শ্রদ্ধা,স্নেহ,ভালোবাসা রইলো।