ঢাকাসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি)নিয়োগ

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  08:21 PM, 06 July 2023

আব্দুস সবুর ঢাকাঃ

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক(ডিসি)নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কয়েকজন সরকারের মন্ত্রীর পিএস (একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর জেলা প্রশাসক (ডিসি)আনিসুর রহমানকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ মোজাহিদ উদ্দিনকে বান্দরবনের জেলা প্রশাসক(ডিসি)নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল,স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু.আসাদুজ্জামানকে পাবনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসিচব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু.মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি)নিয়োগ পেয়েছেন।

আপনার মতামত লিখুন :