ঢাকার আফতাবনগরে সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার মিট আপ-২০২৫


ঢাকা নিউজলাইন ডেস্ক।। বাংলাদেশের সিভিল ইন্জিনিয়ার ফাইন্ডেশন কর্তৃক ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার মিট আপ-২০২৫ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সারা বাংলাদেশ হতে সিভিল ইন্জিনিয়ারদের মিলনমেলাতে অনেকেই উপস্থিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম জেড বসনিয়া(বুয়েট)।বিশেষ অতিথি-লিয়াকত আলী ভূইয়া(সিনিয়র ভাই প্রেসিডেন্ট রিহ্যাব),আব্দুর রাজ্জাক-ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব ও চেয়ারম্যান আরমা গ্রুপ,এনামুল ইসলাম খান-প্রোজেক্ট ইন্জিনিয়ার এলজিইডি,ইন্জিনিয়ার শাহজাহান কবির- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘বাংলাদেশের সিভিল ইন্জিনিয়ার ফাইন্ডেশন’,মেজর(অবসরপ্রাপ্ত) আলতামাস করিম পিএসসি-পরিচালক ইস্টার্ন হাউজিং লিমিটেড,ইন্জিনিয়ার শহিদ হাসান লায়ন-সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর,ইস্ট ওয়েস্ট প্রপার্টিস প্রাইভেট লিমিটেড(বসুন্ধরা গ্রুপ),ইন্জিনিয়ার বেনজির আহমেদ- সিইও এবং স্বত্বাধিকারী ডিডিএ,ইন্জিনিয়ার আতিকুর রহমান খান- স্বত্বাধিকারী ভিশন-৭১।উল্লেখ্য যে অতিথিদের মধ্যে আব্দুর রাজ্জাক-ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব ও চেয়ারম্যান আরমা গ্রুপ বলেন,ইচ্ছে শক্তি,কমিটমেন্ট ও দক্ষতাকে কাজে লাগানো প্রত্যেক সিভিল ইন্জিনিয়ারদের ভবিষ্যৎ উজ্বল করবে।এছাড়া উক্ত অনুষ্ঠানে সকল অতিথিগন উপস্থিত সকল সিভিল ইন্জিনিয়ারদের বলেন,দক্ষতা,সার্ভিস ও স্কিল ডেভেলপের দিকে মনোনিবেশ করতে পরামর্শ প্রদান করেন।