ডিএনসি গোয়েন্দা রাজশাহী বিভাগীয় টিমের সাঁড়াশি অভিযানে বগুড়াতে কার্গো থেকে ১৬০ কেজি গাজাঁ উদ্ধার,আটক-২

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:57 PM, 28 December 2023

আব্দুস সবুর ঢাকা: রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা টীম,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া বাজারস্থ রংপুর হতে বগুড়া গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বায়োপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পাথর ভর্তি একটি খোলা কার্গো ট্রাক রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ট-২২-৫১৫৩ তল্লাশী করে গাড়ীর চালকের সিটের পিছনে কেবিনে রক্ষিত সাদা প্লাস্টিক বস্তার মধ্য থেকে একশত ষাট কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেন অভিযানিকদল।২৭/১২/২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার ভোর ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে বগুড়া জেলার সদর উপজেলার একটি পাথরের কার্গো ট্রাকের মধ্যে বিপুল পরিমাণ অবৈধ মাদক গাঁজা পাচার করছে মাদক-কারবারিরা,তথ্য অনুযায়ী উল্লেখিত পাথর বহনকারী ট্রাকটিতে তল্লাশী চালিয়ে একশত ষাট কেজি গাঁজা উদ্ধার করে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিকদল।গ্রেফতারকৃত ব্যাক্তিরা(১)মোঃরুহুল আমিন(৭),গ্রেফতার)ট্রাক চালক,পিতাঃ মৃত আবুল হোসেন শেখ,মাতা মৃত:আলোন বেগম,সাং-দত্তবাড়ি দিয়াড় পাড়া,থানা-সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ,২।মোঃ অশিফ(২২)গ্রেফতার হেলপার, পিতা:মোঃশরিফ,মাতা:মোছাঃআছিয়া সাং-দিল্ল ধানগাড়া সরদার পাড়া,থানা-সিরাজগন্জ সদর,জেলা-সিরাজগন্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান,অভিযান করেন উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবির এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এসেমাই কয়েজিদ হোসেন এএসআই মোঃ শাহজাহান আলী, সিপাই হাবিবা খাতুন, সিপাই মোঃ রাসেল ইসলাম এবং গাড়ি চালক মোঃ মুনসুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইটিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বঘোপাড়া বাজারস্থ রংপুর হতে বগুড়া গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বাঘ্যেপারে শহীদ দানেশ উিদ্দিন স্কুল এন্ড কলোজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পাথর ভর্তি একটি খোলা কার্গো থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে অভিযান সফল করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বাদী হয়ে বগুড়া জেলার সদর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণীর ক্রমিক নং ১৯(গ) এর ৩৮ ও ৩৯ ধারাতে মামলা রুজু করেন।মামলা নাম্বার-৭৯,(জিআর-১২০৮),তারিখ ২৭/১২/২০২৩।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :