ডিইউজে’র সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন


আব্দুস সবুর ঢাকা:ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট কার্টুনিষ্ট এম এ কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরের দিকে শ্রদ্ধা নিবেদন এবং জানাজার জন্য এম এ কুদ্দুসের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে।কার্টুনিস্ট এম এ কুদ্দুস দৈনিক সংবাদ, ইত্তেফাক ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি মেসেঞ্জার সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।