ট্রাফিক তেজগাঁও বিভাগের সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ:

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:19 AM, 23 May 2023

আব্দুস সবুর ঢাকা :
ঢাকা মহানগরবাসীর সেবায় অবিরাম অক্লান্ত পরিশ্রমে পেশাদারি দায়িত্ব পালনে ট্রাফিক পুলিশ সর্বদা তৎপর। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন, পরিকল্পনা কমিশন, নির্বাচন কমিশনসহ নানা গুরুত্বপূর্ণ ও ভিভিআইপি ব্যক্তিবর্গ কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় প্রতিনিয়ত ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রত্যেক সদস্যদের আন্তরিকতা ও পেশাদারি দায়িত্ব পালন সর্বমহলে প্রশংসিত। সেই নিবেদিত ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের শরীর ও মন ভালো রাখতে এবং পেশাদারি দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাতে, মনোবল বৃদ্ধিতে ২০ মে, ২০২৩ খ্রি. ট্রাফিক তেজগাঁও বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার জনাব

মোঃ সাহেদ আল মাসুদ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করেন। ডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন দল ট্রাফিক মোহাম্মদপুর জোন উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহেদ আল মাসুদ, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক তেজগাঁও বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অত্র বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিক তেজগাঁও জোন, মোহাম্মদপুর জোন ও শেরে-বাংলা জোনের সহকারী পুলিশ কমিশনারগণ, সকল টিআই, সার্জেন্টসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যগণ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা অত্যন্ত প্রাণবন্তভাবে উপভোগ করেন এবং সেই সাথে ট্রাফিক মোহাম্মদপুর জোনের শিল্পী সহকারী পুলিশ কমিশনার ইমরুল ও টিআই (প্রশাসন) শরীফ এর অনন্য পরিবেশনায় আরো বেশি উৎসাহ ও উদ্দীপ্ত হন ট্রাফিক পুলিশ সদস্যগণ। ভবিষ্যতেও এরকম সামাজিক, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের অভিব্যক্তি প্রকাশ করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার। জনসেবায় ট্রাফিক তেজগাঁও বিভাগ।

আপনার মতামত লিখুন :