গাজীপুর পরিদর্শনে ১১৬ তম সিনিয়র স্টাফ কোর্স(এসএসসি) এর প্রশিক্ষণার্থীবৃন্দ


আব্দুস সবুর।।
সাভার থেকে ১১৬তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি) এর প্রশিক্ষণার্থীবৃন্দ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা),গাজীপুর পরিদর্শন করেন।১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.তারিখে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এই প্রশিক্ষণার্থীবৃন্দরা গাজিপুর পরিদর্শনে অংশগ্রহন করেন।বিপিএটিসির পরিচালক (উপসচিব) ও কোর্সটির সমন্বয়ক ড.মো.রওশন জামালসহ চারজন টিম মেম্বার এবং ৩৮ জন প্রশিক্ষণার্থী উক্ত পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩৪ জন যুগ্ম সচিব,০১ জন সেনাবাহিনীর কর্নেল,০১ জন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন,০১ জন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এবং ০১ জন বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার।প্রশিক্ষণার্থীগণ নাটাতে উপস্থিত হলে মহাপরিচালক মো.আব্দুর রহিম মহোদয় সকলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।এরপর কোর্সের ম্যানেজমেন্ট টিম মেম্বার এবং প্রশিক্ষণার্থীদের সাথে মহাপরিচালক মহোদয় মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় অতিথিদের স্বাগত জানানোর পর মহাপরিচালক মহোদয় নাটার ভিশন,মিশন ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পেশ করেন।উপস্থাপনা শেষে প্রশিক্ষণার্থীগণ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।মতবিনিময় সভা শেষে প্রশিক্ষণার্থীগণ নাটার ইনোভেটিভ কার্যক্রম পরিদশন করেন।উল্লেখ্য স্থানগুলো হলো আইওটি বেজড মডেল ছাদবাগান (ইনস্পায়ার জোন),নেট হাউসে মাটিবিহীন ইনডোর প্ল্যান্ট চাষাবাদে স্মার্ট ইরিগেশন সিস্টেম এবং ন্যাশনাল ক্রপ পেস্ট মিউজিয়াম।সবশেষে নাটার মহাপরিচালক প্রশিক্ষণার্থীদেরকে ইনডোর প্ল্যান্ট (জুবেনা) উপহার প্রদান করেন।বিপিএটিসি কর্তৃপক্ষকে নাটাকে পরিদর্শন কার্যক্রমের জন্য নির্বাচন করায় অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কর্তৃপক্ষ।