খুলনা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পেলেন চুয়াডাঙ্গা ডিবি’র এসআই-রফিকুল ইসলাম
আব্দুস সবুর ঢাকাঃ খুলনা বিভাগের রেন্জ ডিআইজি পুলিশ অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার(এসপি)আর এম ফয়জুর রহমান,পিপিএম(সেবা)এর উপস্থিতিতে,খুলনা রেন্জ ডিআইজি মঈনুল হকের নিকট থেকে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার গ্রহণ করলেন চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশের চৌকশ অফিসার,উপ-পরিদর্শক(এসআই)রফিকুল ইসলাম রফিক।গত ডিসেম্বর মাসে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা(ডিবি)র চৌকশ ও সচেতন পুলিশ কর্মকর্তা, উপ-পরিদর্শক(এসআই)রফিকুল ইসলাম,সন্ত্রাস,জঙ্গীবাদ,রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন,ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন এবং বিভিন্ন আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনি জটিলতা মামলা সুন্দরভাবে তদন্ত করায় ভালো কাজের জন্য এই উত্তম পুরস্কারে ভূষিত হোন তিনি।সোমবার(১৫-ই জানুয়ারী,২০২৪ খ্রি)খুলনা রেন্জ ডিআইজি অফিসে রুমে,রেন্জ ডিআইজি মঈনুল হক ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার(এসপি)আর.এম.ফয়জুর রহমান,পিপিএম(সেবা) এর উপস্থিতিতে এ পুরস্কার তুলে দেন উপ-পরিদর্শক(এসআই)রফিকুল ইসলাম এর হাতে।এক প্রতিক্রিয়ায় এসআই রফিক জানান,”পেশাগত সাফল্যে আমি খুব আনন্দিত।পেশাগত দায়িত্ব পালনে আমি সর্বদা নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করি।এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে।তিনি আরও বলেন,এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান,পিপিএম(সেবা),ওসি ডিবি চুয়াডাঙ্গা স্যার ও আমার প্রানপ্রিয়,সুযোগ্য,দায়িত্বশীল সহকর্মীদের প্রতি।