ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের নামে প্রতারণা দুনিয়া-আখিরাতের অফার হিলটনের,অন্যদের হিরো
আব্দুস সবুর:
এমটিএফইর প্রতারণা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে অবৈধ এমএলএম ব্যবসা চালিয়ে যাচ্ছে আরও অর্ধশতাধিক প্ল্যাটফর্ম। দেশে ও দেশের বাইরে সক্রিয় থাকা মাঠ পর্যায়ের এজেন্টদের দিয়ে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। রাতারাতি ধনী হওয়ার প্রলোভন তো আছেই, সাধারণ মানুষের ‘ব্রেইন ওয়াশ’ করতে ধর্মীয় অনুভূতিকেও ব্যবহার করছেন কেউ কেউ।
হিলটন মেটা এফএক্স নামের একটি প্ল্যাটফর্মের দাবি, তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে নিশ্চিত হবে দুনিয়া ও আখিরাত।আর “জিরো থেকে হিরো”বানিয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে আলটিমা টোকেন, ট্রেস্ট এনটিএফই, ফিউচার ক্যাপিটাল এফএক্স, ওয়েলাই ডট কম, রেয়ানা মেটা এফএক্স, ইসি ব্রিলিয়ান্টসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। পরিচয় ও অবস্থান গোপন রাখতে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করছে এসব চক্র।হিলটন মেটা এফএক্স: ‘হিলটন মেটা এফএক্স’-এর পেছনের মূল কারিগর কুমিল্লার মোহাম্মদ ইলিয়াস।হিলটনের আগেও মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কারসাজিতে ইলিয়াসের ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে অনুসন্ধানে জানা যায়।তবে ইলিয়াস নিজে বেশিরভাগ সময় মধ্যপ্রাচ্যে থাকেন।প্রথমে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের হিলটনে যুক্ত করান।তারপর তাদের মাধ্যমে নেটওয়ার্ক বিস্তার করেন দেশের বিভিন্ন অঞ্চলে।
জানা গেছে,সাধারণ মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করতে ধর্মকে ব্যবহার করছে হিলটন মেটা এফএক্স।গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এক ভিডিওবার্তায় ইসিয়াস বলেন,‘আপনারা হিল্টন করুন, হিল্টনের সঙ্গে থাকুন,হিল্টনের সঙ্গে বিশ্ব ভ্রমণ করুন; উপভোগ করুন এবং আয় করুন।দুনিয়ায় আপনাদের সর্বোচ্চ অবস্থান হোক,আখিরাতেও সর্বোচ্চ স্থান হোক।’ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ধর্মভীরু মুসলমানদের বিশ্বাস অর্জনে বিভিন্ন সময় ভিডিও বার্তায় এ ধরনের কথা বলে আসছেন ইলিয়াস।এর মাঝে আছে তার মাধ্যমে বছরে ১ কোটি টাকা জাকাত প্রদানের সক্ষমতা অর্জনে আল্লাহর দোয়া কবুল,ইসলামের খাদেম হাওয়া এবং তার মাধ্যমে মুসলিমদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মতো দাবি।এ ছাড়াও হিলটনে বিনিয়োগের মাধ্যমে বিদেশ ভ্রমণের প্রলোভনও দেখান তিনি।এজন্য কখনো দুবাই,আবার কখনো মালদ্বীপ থেকে ভিডিওবার্তা পোস্ট করেন।প্রতারণার মাধ্যমে বেশিসংখ্যক বিনিয়োগকারী আকর্ষণে এবার বিনামূল্যে ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং প্রশিক্ষণ নিচ্ছে ইলিয়াসের প্রতিনিধিরা। আর এসব প্রশিক্ষণ নেওয়া এবং যাবতীয় যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে।আনোয়ার হোসেন নামের এমন একজন প্রশিক্ষকের সাথে যোগাযোগ হয় এই প্রতিবেদকের। সেখান থেকে প্রতিবেদক যুক্ত হন ফরেক্স ট্রেডিং শেখার গোপন হোয়াটস অ্যাপ গ্রুপে।সেই গ্রুপে জানা যায়, প্রথমে বিনামূল্যে প্রশিক্ষণের নামে মানুষ জড়ো করে পরে তাদের থেকে চাওয়া হয় বিনিয়োগ।