কৌশল অবলম্বন করেও রক্ষা পেলোনা ইয়াবা ও মাদক কারবারি,কার্গোসহ গ্রেফতার-২
আব্দুস সবুর ঢাকা: রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার,নাটোর সদর থানাধীন হয়বতপুর বাজারস্থ বনপাড়া হতে নাটোর গামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে শিকদার ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর বনপাড়া হতে নাটোর গামী একটি খোলা কার্গো ট্রাকে রক্ষিত তার মধ্যে কালো টেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) টি পলিথিন প্যাকেটের মধ্যে প্রতিটিতে মিথাইল এ্যামফিটামিনযুক্ত মাদকদ্ৰব্য ইয়াবা ট্যাবলেট ২০০০(দুই হাজার) পিস করে মোট ৪০০০ (চার হাজার)পিস এবং অপর একটি প্যাকেটে কালো টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মিথাইল এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ১০০০ (এক হাজার) পিস, সর্বমোট =৫০০০(পাঁচ হাজার) পিস।যার ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম এবং ইউরিয়া সার ২৮০ (দুইশত আশি) বস্তা যার জন ১৪ (চৌদ্দ) মেঃটন (চালান মোতাবেক),জব্দ করেছে অভিযানিকদল,রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট- ২২-০২২০,চেসিস MBLA3HFCSHRWU5707.ইঞ্জিন-HWHZ431622 তল্লাশী করে গাড়ীর চালকের মাথার উপর ফলস সিলিং এর ভিতরে লুকায়িত অবস্থায় উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা পায় অভিযানিকদল।২/১০/২০২৩ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন,এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই বায়েজিদ হোসেন,এএসআই মোঃ শাহজাহান আলী,সিপাই মোঃ রাসেল ইসলাম এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে নাটোর জেলার নাটোর সদর থানাধীন হয়বতপুর বাজারস্থ বনপাড়াতে উল্লেখিত অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৬৬ (১)সারণীর ক্রমিক নং ১০ (গ),৩৮ ও ৪১ ধারাতে নাটোর সদর থানাতে মামলা রুজু হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন ঢাকা নিউজলাইনকে জানান,মাদক কারবারিরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন রুট ব্যবহার করছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমরা দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষ নেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।