কেএমপি’র খুলনা রুপসা থানা পুলিশের অভিযানে সচল পিস্তল,ম্যাগাজিন,গুলিসহ মটরসাইকেল উদ্ধার আটক-২
আব্দুস সবুর ঢাকা: ১৭ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত ০৯.৫৫ ঘটিকায় খুলনা থানার রুপসা পুলিশ ফাঁড়ীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত থানাধীন মাস্টারপাড়া হতে দুই জন ব্যক্তি একটি মটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গুলি সহ চাঁনমারী বাজারে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার আশিক সুইটস্ নামক মিষ্টির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন মটরসাইকেল চেক করাকালীন দুইজন ব্যক্তি একটি মটরসাইকেল যোগে আসলে তাদেরকে সিগন্যাল দিয়ে থামিয়ে তাদের দেহ তল্লাশী করে কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে ০১ টি সচল পিস্তল,০১ টি ম্যাগাজিন,০৩ রাউন্ড গুলি এবং ০১ টি মটরসাইকেল উদ্ধারসহ ০২ (দুই) জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়।১) জনি মোল্যা(২০),পিতা-মৃত:জাহিদুল ইসলাম বুলু, মাতা-হাসিনা বেগম,সাং-চানমারি ৩য় লেন,মাজার গলি,থানা ও জেলা-খুলনা এবং ২) মোঃ সাব্বির(২২), পিতা-মোঃ আবু ছালেহ স্বপন,মাতা-রুমা বেগম, সাং-২য় গলি,চাঁনমারি বাজার,থানা ও জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সন্ত্রাসীর হেফাজত হতে ০১ টি সচল পিস্তল;০১ টি ম্যাগজিন;০৩ রাউন্ড গুলি এবং০১ টি রেজিস্ট্রেশন বিহীন এপাসি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গ্রেফতার সন্ত্রাসী জনি মোল্যার বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি হত্যা মামলা এবং ০১ টি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে।উক্ত সন্ত্রাসীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৫,তারিখ-১২/০৮/২০২৩,ধারা-The Arms Act,১৯৭৮ এর ১৯-এ রুজু করা হয়েছে।