কুষ্টিয়া-২,ভেড়ামারা-মিরপুর আসনে ইনুর নৌকাকে হারিয়ে জিতল স্বতন্ত্র-ট্রাক

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  10:02 PM, 07 January 2024

আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া-২,ভেড়ামারা-মিরপুর আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন ১,১৫,৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২,৪৪৫ ভোট।২৩,৩৫৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে নৌকা প্রতীকের হাসানুল হক ইনুকে পরাজিত করেছেন।কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে।এ আসনে গতবারের এমপি ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।তিনি সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি।আর বিজয়ী কামারুল আরেফিন কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ নির্বাচন করার জন্য সদ্য পদত্যাগকারী মিরপুর উপজেলা চেয়ারম্যান।ভেড়ামারা-মিরপুর আসনে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে।প্রথম বারেই কামারুল আরেফিন জনগনের ভালোবাসায় বিপুল পরিমাণ ভোটের ব্যববধানে পরাজিত করেছেন সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।

আপনার মতামত লিখুন :